অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। পুলিশ বলছে, এক দশকের বেশি সময়ে এটি সবচেয়ে বড় ঘটনা। সিএনএন জানিয়েছে, রোববার শেষ রাতের দিকে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপলিস মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান র্যান্ডল টেলর এই ঘটনাকে শহরটির ‘এক দশকেরও বেশি সময়ের সবচেয়ে বড় হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন।
ঘটনার দিন ভোর ৪টার দিকে একটি ‘৯১১ কল’ পায় পুলিশ। তারা শহরের পূর্ব ৩৬ নম্বর রাস্তার ৩৩০০ ব্লকে একজন কিশোরকে গুলিবিদ্ধ অবস্থায় খুজেঁ পায়। এরপর অ্যাডামস স্ট্রিটের ৩৫০০ ব্লকের একটি বাড়ির ভেতর পাঁচজনের মরদেহ খুঁজে পায় পুলিশ।
সেরা টিভি/আকিব