অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রে গত ৩০ দিনে করোনাভাইরাসে প্রায় ৯১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। শনিবার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কোভিড ড্যাশবোর্ডে বলা হয়েছে, জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে ৯০ হাজার ৮৪৪ জনের মৃত্যু হয়েছে। করোনার প্রাদুর্ভাবের পর এক মাসে এটি সর্বোচ্চ মৃত্যু। এদের মধ্যে ২৩ হাজার ২৭৪ জন মারা গেছেন ১০ থেকে ১৬ জানুয়ারির মধ্যে। এক সপ্তাহে মৃত্যুর এটিও সর্বোচ্চ রেকর্ড। এর পরের সপ্তাহে মৃতের সংখ্যা ছিল ২২ হাজার ৬৫২।
বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, করোনা মহামারির পর যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত চার লাখ ৩৬ হাজার ৭৯৯ জন কোভিড-১৯ এ মারা গেছেন।
অবশ্য করোনা নিয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটার শনিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি ৬৫ লাখ ১৮ হাজার ৬৬৪ জন এবং মৃতের সংখ্যা চার লাখ ৪৭ হাজার ৫৬৩।
সেরা টিভি/আকিব