সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিকে। বহু শ্রোতাপ্রিয় গানের এই স্রষ্টাকে ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
ফেসবকুকে সক্রিয় এই তারকা শিল্পী জানালেন, আপাতত ভ্যারিফায়েড পেজটি বন্ধ রাখছেন। অসৌজন্যমূলক মন্তব্য থেকে বাঁচতে এই সিদ্ধান্ত নিয়েছেন ন্যান্সি। এক পোস্টে ন্যান্সি জানান, ফেসবুক ছাড়ার কারণ। সেখানে তিনি উল্লেখ করেন, বিকৃত রুচির মানুষদের কাছ থেকে বেঁচে থাকতে ফেসবুক থেকে তিনি নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
সংক্ষিপ্ত ওই পোস্টে জনপ্রিয় গায়িকা লেখেন, ‘অযাচিত কৈফিয়ত দেবার আগ্রহ হারিয়েছি অনেক আগেই। এখন নতুন করে কাউকে জবাবদিহি করার কারণ খুঁজে পাচ্ছি না। দেখেও না দেখার ভান করা স্বভাবে নেই। সত্য বলতে জানি, শুনতেও জানি। মিথ্যুক, খোলস পরা, বিকৃত রুচির মানুষদের কাছ থেকে দূরে থাকাই শ্রেয়। আমি আমার লোকদের নিয়ে আনন্দেই আছি। শত প্রতিকূলতাতেও মনকে কখনো কলুষিত করতে দেইনি, আজও দিবোনা।”
তিনি আরও লেখেন, ‘এই পেজটি আপাতত আর পাবলিশ করে রাখবার প্রয়োজন দেখছি না। যদি কখনো পাবলিশ করি নিশ্চয়ই জানতে পারবেন। আমার জীবন আমি আমার মতো পরিচালনা করতে চাই।”
শেষ পোস্টটি দেওয়ার ২০ মিনিটের মধ্যে ন্যানসির নীল ব্যাজ চিহ্নিত পেজ আনপাবলিশ করা হয়।
প্রসঙ্গত, সম্প্রতি সময়ে গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ‘দ্বিধা’-খ্যাত ন্যানসি। এ নিয়ে আসিফ নানা সময়ে নিজের পেজে মন্তব্য করেছেন, ন্যান্সি পাল্টা জবাব দিয়েছেন।
সেরা টিভি/আকিব