ইন্টারন্যাশনাল ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে হত্যা করা হয় আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে। ওবামার ডেমোক্রেট দলের জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারো যুদ্ধ শুরুর পরিকল্পনা করছে তালেবানরা। এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার।
তালেবানদের মিডিয়া ইউনিটের কর্মকর্তা আল এমারাহ সম্প্রতি একটি টুইট বার্তায় বলেন, বাইডেন লাদেন হত্যার সময় ওবামা প্রশাসনে কর্মরত ছিলেন।
শুক্রবার তালেবানদের পক্ষ থেকে সতর্ক করে বলা হয় যে চলতি মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সেনা না প্রত্যাহার করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড়ো যুদ্ধ হবে। কারণ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করা চুক্তি অনুযায়ী মে নাগাদ আফগানিস্তান থেকে সকল সেনা প্রত্যহার করার কথা ছিল যুক্ত্রাষ্ট্রের।
আরও পড়ুন:
বহুবিবাহ না করার আহ্বান শীর্ষ তালেবান নেতার
বর্তমানে যুক্তরাষ্ট্রে আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছেন। ২০০১ সালের পর এটি আফগানিস্তানে থাকা সবচেয়ে কম মার্কিন সেনা।
যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, আফগানিস্তানে ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রায় ২ হাজার ৩০০ সেনার মৃত্যু ঝয়েছে।
২০১১ সালের ২ মে পাকিস্তানে অভিযান চালিয়ে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়৷
সেরা টিভি/আকিব