সেরা টেক ডেস্ক:
দেশে শুরু হয়ে গেছে গণহারে কোভিড টিকা দেওয়ার মহাযজ্ঞ। গণটিকার দেওয়ার প্রথম দিনই কোভিড-১৯ থেকে সুরক্ষার এই প্রতিষেধক নিয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। দেশের মাটিতে টিকা এসে পৌঁছানোর আগেই নিবন্ধন অ্যাপ তৈরির কথা জানানো হয়েছিল। কিন্তু গণটিকা প্রয়োগের যাত্রা শুরু হয়ে গেলেও দেখা নেই নিবন্ধন অ্যাপের। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালেও গুগল প্লে স্টোর গিয়ে খোঁজা হলেও পাওয়া যায়নি কোভিড-১৯ টিকা নিতে নিবন্ধন করার অ্যাপ ‘সুরক্ষা’। তবে সুরক্ষা নামে একটি অ্যাপ গেলেও দেখা যায় সেটি একটি অনলাইন ইনস্যুরেন্স কোম্পানির।
অনলাইনে নিবন্ধনের জন্য ভরসা এখন কেবল ওয়েব পেজ www.surokkha.gov.bd। সরকারের পক্ষ থেকে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানানো হলেও বাস্তবতা হলো, ওয়েব পেজে নিবন্ধন আবেদনের ঘরে যাাওয়ার পর দেখা যাবে, এখানে সুযোগ রাখা হয়েছে কেবল ১৯ ধরনের ব্যক্তির জন্য জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধন করার।
তবে স্বাস্থ্য বিভাগ বলছে, টিকাকেন্দ্রে গিয়েও করা যাবে নিবন্ধন।
সেরা টিভি/আকিব