গিনেস বুকে নাম লেখালেন আরিয়ানা গ্রান্দে - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
গিনেস বুকে নাম লেখালেন আরিয়ানা গ্রান্দে - Shera TV
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

গিনেস বুকে নাম লেখালেন আরিয়ানা গ্রান্দে

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

অনলাইন ডেস্ক:

কয়েক বছর ধরেই একের পর এক ব্যবসাসফল অ্যালবাম উপহার দিচ্ছেন আরিয়ানা গ্রান্দে। তাঁর নতুন অ্যালবাম মানেই যেন অবধারিতভাবে টপ চার্টের শীর্ষস্থান আর একটির পর একটি নতুন রেকর্ড। গেল বছরের অক্টোবরে মুক্তি পাওয়া ‘পজিশনস’ও ব্যতিক্রম নয়। একই নামে অ্যালবামের একটি সিঙ্গল মুক্তির পরেই জায়গা পায় বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে।

এ নিয়ে গ্রান্দের পাঁচটি সিঙ্গল মুক্তি পেয়েই বিলবোর্ড টপ চার্টের শীর্ষে উঠল, যা একটি রেকর্ডও বটে। দিন কয়েক আগেই ২৭ বছর বয়সী গায়িকার কীর্তিকে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক কর্তৃপক্ষ। এটি দিয়ে তাঁর গিনেস বুকে রেকর্ডের সংখ্যা দাঁড়াল ২০। মুক্তির পর বিলবোর্ড টপ চার্টের শীর্ষে জায়গা পাওয়া সবচেয়ে বেশি গানের মালিক এখন গ্রান্দে। ‘পজিশন’ ছাড়া শীর্ষে জায়গা পাওয়া গ্রান্দের অন্য সিঙ্গলগুলো হলো ‘থ্যাংক ইউ, নেক্সট’, ‘সেভেন রিংস’, ‘স্টাক উইথ ইউ’ ও ‘রেইন অন মি’। এ ছাড়া গ্রান্দের গিনেস বুকের ১৯টি রেকর্ডের মধ্যে আছে ‘স্পটিফাই [অডিও স্ট্রিমিং সাইট]’-তে এক সপ্তাহে সবচেয়ে বেশি স্ট্রিমিং হওয়া গায়িকা, ইউটিউবে সবচেয়ে সাবস্ক্রাইবড গায়িকা ইত্যাদি।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360