ইন্টারন্যাশনাল ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সময় তারা আঞ্চলিক ও দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা করেছেন। গতকাল সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটার বার্তায় এই তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, তারা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। এছাড়া আঞ্চলিক ও পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তাদের আলোচনায় প্রাধান্য পেয়েছে বলে প্রধানমন্ত্রী মোদি জানান। তিনি বলেন, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আইন অনুযায়ী কাজ করবে ভারত এবং যুক্তরাষ্ট্র। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং অন্যান্য এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে মোদির আরেক টুইটার বার্তায় জানানো হয়। এর আগে জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে ধারাবাহিক টুইটার বার্তায় অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেরা টিভি/আকিব