অনলাইন ডেস্ক :
কার্ড, চকোলেট, ফুলের মতো টেডি উপহার দেওয়া এবং উপহার হিসেবে পাওয়া এখনও ফ্যাশনের মাঝেই রয়েছে। নতুনত্ব এখনও বিদ্যমান। ভালবাসার সপ্তাহের চতুর্থ দিন আজ। ভালবাসার মানুষদের কাছে এই সপ্তাহ জুড়েই আনন্দের আমেজ।
টেডি উপহার দেওয়ার মাঝে এক ধরনের আভিজাত্য বিরাজমান। আর সব থেকে মজার বিষয় হলো গোলাপের মতো শুকিয়ে যায় না, চকোলেটের মতো মেয়াদোত্তীর্ণ হয় না। একটি টেডিকে নিজের কাছে রাখা যায় অনেক বছর।
আর আজ যেহেতু টেডি ডে সুতরাং এটা অবশ্যই জেনে নেওয়া উচিৎ কোন রঙের টেডি কি অর্থ বহন করছে।
– লাল রঙের টেডি মানে হলো গভীর আসক্তি, ভালবাসা প্রকাশ করা অর্থের বাহক। এর আরেকটি অর্থ হলো, একটি সম্পর্কের শক্তির ঘনত্ব।
– গোলাপি রঙের টেডির অর্থ হলো, যখন কেউ তার প্রস্তাবের গ্রহণযোগ্যতা চাইতে ইচ্ছুক। যদি আপনার পছন্দের মানুষটি আপনার উপহারটি গ্রহণ করে তাহলে বুঝে নিতে হবে সে আপনার প্রস্তাবে রাজি হয়েছে।
– কমলা রঙের টেডি উপহার দিলে একটি প্রস্তাবের সম্ভাবনার অর্থ বোঝায়। কমলা রঙ হলো আনন্দের এবং ইতিবাচক চিন্তার বাহক। যদি আপনি কমলা রঙের টেডি উপহার পান তাহলে বুঝে নিতে হবে আপনি খুব দ্রুতই একটি প্রস্তাব পেতে যাচ্ছেন।
– নীল রঙের টেডি মূলত প্রকাশ করে কে আসলে কতটা গভীরভাবে ভালোবাসে তার ভালোবাসার মানুষটিকে। কতোটা ভাগ্যবান সেটাই প্রধানত প্রকাশিত হয় এর মাধ্যমে।
– সবুজ টেডি উপহার দিয়ে বোঝানো হয় ভালবাসার মানুষটির প্রতি কতোটা প্রতিশ্রুতিবদ্ধ এবং নিবিড় মানসিক সংযোগ রয়েছে।
সেরা টিভি/আকিব