ইন্টারন্যাশনাল ডেস্ক:
মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে অবস্থিত ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির(এনএলডি) একাধিক কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মিয়ানমার সেনাবাহিনী কার্যালয়গুলোতে তল্লাশি চালানোর পর সেগুলো গুড়িয়ে দেয়।
ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির ফেসবুক পেজে বলা হয়, রাত ৯টা৩০-এর দিকে সেনারা তল্লাশি চালায় এবং এনএলডি-এর কয়েকটি হেডোয়ার্টার ভেঙে দেয়।
তবে এ নিয়ে বিস্তারিত আর সু চির দলের পক্ষ থেকে বলা হয়নি।
সেরা টিভি/আকিব