ইন্টারন্যাশনাল ডেস্ক:
রাজপরিবারের অবমাননা আইন বাতিলের দাবিতে থাইল্যান্ডে বিক্ষোভ করেছে প্রায় এক হাজার মানুষ। বুধবার রাজধানী ব্যাংককে এই বিক্ষোভ হয়েছে।
বিক্ষোভকারীদের অনেকে হাড়ি-পাতিল বাজিয়ে প্রতিবাদ জানিয়েছে। গত সপ্তাহে মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীরাও একই কায়দায় প্রতিবাদ জানিয়েছিলেন।
রয়টার্স জানিয়েছে, মূলত মিয়ানমারের বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানাতেই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছিল। পরে এটি আইন বাতিল দাবির বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভকারীরা এই আইনে মঙ্গলবার গ্রেপ্তার চার জনের মুক্তি দাবি করে। তারা ‘আমাদের বন্ধুদের মুক্তি দাও’ এবং ‘১১২ ধারা বাতিল করো’ স্লোগান দেয়। একটি পুলিশ স্টেশনের দিকে এগুতে শুরু করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।
থাইল্যান্ডে রাজপরিবারকে অবমাননা করে কোনো মন্তব্য দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ১৫ বছরের কারাদণ্ড।
বিক্ষোভকারীদের নেতা পানুসায়া বলেছেন, ‘আমরা যদি সড়কে হাজার হাজার লাখ লাখ মানুষ নেমে আসি তাহলে আমরা রাজতন্ত্রের সংস্কার করতে পারব।’
সেরা টিভি/আকিব