স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসের টিকা নিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী আইনজীবী নাহিদ সুলতানা যুথি। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এবং তার স্ত্রী টিকা নেন। টিকা নেওয়ার পর শেখ ফজলে শামস পরশ বলেন, কোনো ধরনের গুজব-অপপ্রচারে কান না দিয়ে স্বাস্থ্য সুরক্ষার জন্য সবাই টিকা গ্রহণ করুন। অনেক দেশের আগেই শুধু রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারণে আমরা আগেই টিকা পেয়েছি। ‘আমরা টিকা নিয়েছি, আপনারাও টিকা গ্রহণ করুন। এখানে ভয়ের কিছু নেই। পরিবারের সুরক্ষার স্বার্থে ও দেশের মানুষের সুরক্ষার স্বার্থে সবাই টিকা গ্রহণ করুন। টিকা গ্রহণের পরেও মাস্ক পরিধান অব্যাহত রাখুন’, বলেন তিনি।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে জাতীয়ভাবে টিকা প্রয়োগ শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি। ১৫ ফেব্রুয়ারি ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের অষ্টম দিন।
সেরা টিভি/আকিব