স্টাফ রিপোর্টার:
১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত শুরু হতে যাওয়া বাঙালির প্রাণের উৎসব ‘অমর একুশে গ্রন্থমেলা’ সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। করোনা পরবর্তী একুশে বই মেলা হবে জাতীয়ভাবে কোন বড় প্রোগ্রামের আয়োজন। তাই মেলায় আগত দর্শনার্থী, বই প্রেমিকা, স্টল মালিক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণকে মানতে হবে স্বাস্থ্যবিধি। ১৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ২০২১ অমর একুশে বই মেলা উদ্বোধন করবেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির বই মেলা প্রাঙ্গণ সরেজমিন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, পুরোদমে চলছে স্টল নির্মাণের কাজ। বাংলা একাডেমির মূল চত্বরসহ আশেপাশে জায়গায় স্টল নির্মাণের কাজ চললেও মেলার একটি বড় অংশ সোহরাওয়ার্দী উদ্যানে বসার কথা, সেখানে এখনও স্টল নির্মাণের কাজ শুরু হয়নি। জানা যায়, স্থপতি এনামুল করিম নির্ঝরের তৈরি করা নকশা হাতে পেলেই সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে মেলার বৃহৎ পরিসরের কাজ।
মেলা প্রসঙ্গে বাংলা একাডেমির পরিচালক ও ২০২১ বইমেলার দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেন, মার্চের প্রথম সপ্তাহে লটারির মাধ্যমে স্টল মালিকদের স্টল বুঝিয়ে দেওয়া হবে। ১৬ মার্চের মধ্যে সকল স্টলের কাজ শেষ করার নির্দেশনা রয়েছে। পরে ১৭ মার্চে একাডেমির কমিটি চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করবে।
এবার মেলায় বিশেষ কি ব্যবস্থা রয়েছে এমন প্রশ্নের জবাবে ড. জালাল আহমেদ বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য সকল স্টল মালিকদের অন্যান্য বছরের তুলনায় আলাদা নির্দেশনা দেওয়া হচ্ছে যেন এমন পরিস্থিতি সৃষ্টি হলে মেলায় আগত দর্শনার্থীরা আশ্রয় নিতে পারে বা তাদের মালামাল যেন নিরাপদে থাকে এরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাছাড়া অতিরিক্ত ধুলাবালি দূর করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেহেতু করোনা বিষয়টি বারবার আসছে এ জন্য নির্দিষ্ট স্থানে স্বাস্থ্যবিধি মেনে সকলের জন্য ক্যান্টিনের ব্যবস্থাও করা হবে।
সেরা টিভি/আকিব