অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বিশ্বব্যাপী তুলে ধরতে শেয়ার আমেরিকা নামে একটি স্বতন্ত্র বাংলা ওয়েবসাইট চালু করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১১ টায় ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শেয়ারআমেরিকার বিষয়ে অনুষ্ঠানে বলা হয়, এটি ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট- এর একটি ওয়েব মাধ্যম। এখানে যুক্তরাষ্ট্র বিষয়ক চিত্তাকর্ষক বিভিন্ন নিবন্ধ ও ছবি নিয়মিত প্রচার করা হয়, যার মাধ্যমে ধর্মীয় স্বাধীনতা, আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি, মানবিক মর্যাদা ও সার্বভৌমত্বের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও বিতর্কের সূত্রপাত ঘটবে। স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব গ্লোবাল পাবলিক অ্যাফেয়ারস এ ওয়েবসাইটের ব্যবস্থাপনায় রয়েছে।
সেরা টিভি/আকিব