স্টাফ রিপোর্টার:
দুটি বর্ষের বাকি থাকা পরীক্ষা মার্চেই নিয়ে নেয়ার দাবিতে আন্দোলন করেছে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা।
রোববার দুপুরে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের পর কলেজের সামনের রাস্তা অবরোধ করেন তারা।
শিক্ষার্থীরা জানায়, গেল বছর লকডাউন শুরুর সময় তাদের চতুর্থ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা চলছিল। এরপর কলেজ বন্ধ হয়ে যাওয়ায় ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা বাকি থেকে যায়। বাকি থাকা পরীক্ষাগুলো দেয়ার জন্য মে মাস পর্যন্ত অপেক্ষা করতে রাজি নন তারা। পরবর্তীতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ করেন তারা।
উল্লেখ্য ২২ তারিখ রাতে হঠাত করে পরীক্ষা স্থগিতের ঘোষনা দেয়ায় তারপর দিন থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিলেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। চরমোনাই মাহফিল শেষে মুসল্লীদের ঘরে ফিরতে যাতে অসুবিধা না হয় তাই আন্দোলনে শিথিলতা আনলেও রাজপথে ৪ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তবে প্রশাসন কি সিদ্ধান্ত নেয় তার দিকেই তাকিয়ে আছেন সাধারণ শিক্ষার্থীরা।