লেখক মোশতাক আহমেদের মৃত্যুর বিষয়ে স্বচ্ছ তদন্ত করার এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকারকে সমর্থন করার জন্য বাংলাদেশকে আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর । মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস ঢাকায় বিদেশি মিশনের ১৩ জন প্রধান এই ইস্যুতে একটি যৌথ বিবৃতি জারি করার একদিন পর আজ টুইট করেন, “আমরা ডিজিটাল সুরক্ষা আইনে আটক থাকা অবস্থায় বাংলাদেশী লেখক মোশতাক আহমেদের মৃত্যুর বিষয়ে উদ্বেগ প্রকাশ করছি।” “আমরা বাংলাদেশ সরকারকে স্বচ্ছ তদন্ত করার এবং সমস্ত দেশের মত প্রকাশের স্বাধীনতার অধিকারকে সমর্থন করার আহ্বান জানাচ্ছি।” ডিজিটাল সুরক্ষা আইনের (ডিএসএ) বিধানের অধীনে আহমেদকে ২০২০ সালের ৫ মে থেকেই প্রাক-বিচারের আটক রাখা হয়েছিল।