ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স সিটি ফিল্ডের রাস্তা থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এনওয়াইপিডি জানিয়েছে, কুইন্সের সিটি ফিল্ডের কাছে একজনের লাশ পাওয়া যাওয়ার পর সোমবার সন্ধ্যায় পুলিশ তদন্ত শুরু করেছে। মেটস বেসবল পার্কের কয়েকটি ব্লকের মধ্যে ৩৮ তম অ্যাভিনিউ এবং সীভার ওয়ে এর আশেপাশে একটি অচেতন ব্যক্তি পরে আছে বলে ৯১১ এ কলের মাধ্যমে পুলিশ জানতে পারে। পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে অফিসাররা দেখতে পেলেন একটি ৪০ বছর বয়সী লোকটি মাটিতে প্রতিক্রিয়াহীন অবস্থায় পড়ে আছে। তবে তার শারীরিক আঘাতের কোনও লক্ষণ নেই বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সেরা টিভি/আকিব