ইন্টারন্যাশনাল ডেস্ক:
নিউজিল্যান্ডের উত্তরপূর্ব উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সরকারি কর্মকর্তরা অঞ্চলটি বাসিন্দাদের উঁচু এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন। নিউজিল্যান্ডের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এক টুইট বার্তায় বলেছে, উপকূলের কাছে যারা দীর্ঘ, শক্তিশালী কম্পন অনুভব করেছে তারা যেন দ্রুত উঁচু স্থানে চলে যায়।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউজিএস) জানিয়েছে, গিসবর্ন থেকে ১৮০ কিলোমিটার দূরে ওই ভূমিকম্প আঘাত হানে। খবর আল জাজিরার।
হাওয়াই ভিত্তিক সুনামি সতর্কতা কেন্দ্র বলছে, প্রাথমিক ভূমিকম্পের প্যারামিটার অনুসারে, ভূমিকম্পের উৎস কেন্দ্রের ৩০০ কিলোমিটারের মধ্যে বিপজ্জনক সুনামি আঘাত হানতে পারে।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে ভূমিকম্পটি ৭.৩ মাত্রার বলে স্থির হয়। কিন্তু পরবর্তীতে সংশোধন করে ৬.৯ মাত্রার বলে স্থির করে। ভূমিকম্পটি ১০ কিলোমিটারের মধ্যে হালকা গভীরতায় আঘাত এনেছে বলে সংস্থাটি জানিয়েছে।
সেরা টিভি/আকিব