সেরা টেক ডেস্ক:
ছোট ভিডিও তৈরির প্ল্যাটফরম টিকটক এবার নির্মাতা ও দর্শকদের মধ্যে যোগাযোগ বাড়াতে নতুন ফিচার নিয়ে এসেছে। এ ফিচারের মাধ্যমে এখন থেকে ভিডিও নির্মাতাদের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন ছুড়তে পারবেন ব্যবহারকারীরা।
ভিডিওতে মন্তব্যকে ‘কিউঅ্যান্ডএ’ বা প্রশ্নোত্তর হিসাবে উপস্থাপন করতে পারবেন ব্যবহারকারীরা। পরবর্তী সময়ে মন্তব্য অংশে ‘প্রশ্ন’ হিসাবে লেবেল থাকবে সেগুলোয়। ‘এতে একজন নির্মাতার পক্ষে দ্রুত শনাক্ত করা এবং ভিডিওর মন্তব্য অংশে থাকা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে।’
বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে টিকটক। প্রশ্নোত্তরের এই ফিচার টিকটকে কথোপকথনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
নির্মাতারা মন্তব্যেই উত্তর দিতে পারবেন বা ভিডিও উত্তর পাঠাতে পারবেন। এ ছাড়াও কিউঅ্যান্ডএ মন্তব্য স্টিকার জুড়ে দিতে পারবেন। নতুন ভিডিওর সঙ্গে আসল ভিডিওর লিংক করে রাখা হবে। প্রি-রেকর্ডেড এবং লাইভ দুই ধরনের ভিডিওতেই পাওয়া যাবে ফিচারটি।
কিউঅ্যান্ডএ প্রোফাইল লিংক নির্মাতাদের প্রোফাইল বায়োতে যোগ করে দেবে বলেও জানিয়েছে টিকটক। প্রোফাইল বায়ো হচ্ছে সব প্রশ্ন উত্তরের জন্য পৃথক একটি কিউঅ্যান্ডএ পেজ। ব্যবহারকারীরা ওখানে আগেই যে প্রশ্নগুলো করা হয়েছে এবং যে উত্তর এসেছে তা ব্রাউজ করে দেখতে পারবেন।
সেরা টিভি/আকিব