স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের বানিয়াচংয়ে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে (১৬) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (১০ মার্চ) ভোরে উপজেলার ইকরাম গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (৯ মার্চ) রাতে ওই স্কুলছাত্রী ঘরে একা ঘুমিয়ে পড়ে। ভোর রাতে একদল দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। পরে বাড়ির একজন তাকে ডাকতে গিয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখতে পান। এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সকালে আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। পরে তাকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, ‘পুলিশ ইতোমধ্যে বিষয়টির রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে। ধারণা করা হচ্ছে এটি প্রেমের সম্পর্কের জের হতে পারে।’
সেরা টিভি/আকিব