স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা দিকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে ঢাকা থেকে মতলবগামী মতলব এক্সপ্রেসের একটি বাসে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দগ্ধ হয়ে ও বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন অন্তত ২১ জন। তাদের ১৪ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে গুরুতর দগ্ধদের মধ্যে রয়েছেন- মামুন, গোলাম হোসেন, হালিমা খাতুন, ফারুক, মুন্সি উদ্দিন, বিশ্বনাথ, বিপ্লব ও সামছুন নাহার। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
দুর্ঘটনার পর থেকে ওই এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় সাত কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে আটকে পড়া যাত্রীরা পড়েন দুর্ভোগ।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের এডিশনাল এসপি মোল্লা মো. শাহীন বলেন, বাসের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আহত বেশ কয়েকজন যাত্রীকে ঢাকায় পাঠানো হয়েছে। দু’জনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ছয় জনকে।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক।
সেরা টিভি/আকিব