অনলাইন ডেস্ক:
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইস্ট জানিয়েছে, ব্রিটেনের প্রায় ৫০০ ই-মেইল সার্ভার সাইবার হামলার শিকার হয়ে থাকতে পারে। এমনকি অনেক প্রতিষ্ঠান জানেও না যে, তারা হামলার শিকার হয়েছে। ব্রিটিশ সরকার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সার্ভারের নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিলে এ তথ্য উঠে আসে। নরওয়েজিয়ান প্রতিষ্ঠান ইস্ট আরও জানায়, বিশ্বজুড়ে ১১৫টি দেশের বেশকিছু প্রতিষ্ঠানকে টার্গেট করেছে হামলাকারীরা। এরইমধ্যে ৫ হাজার প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন,যথেষ্ট দেরি হয়ে গেছে। যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। কমপক্ষে ১০টি হ্যাকিং টিম হামলাটি পরিচালনা করছে। হামলার বিষয়ে সতর্ক এবং পরবর্তী পদক্ষেপ নিতে ব্রিটেনের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করেছে। গত ২ মার্চ প্রথম হ্যাকিংয়ের বিষয়টি গণমাধ্যমে তুলে ধরে মাইক্রোসফট। হাফনিয়াম নামে চীনা সরকার-সমর্থিত একটি দল তাদের মেইল সার্ভারে এ হামলাটি চালিয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
মার্কিন এই প্রযুক্তি জায়ান্টের মতে, সম্পূর্ণ ভিন্নধর্মী পদ্ধতি অবলম্বন করে হামলাটি চালানো হয়েছে। এদিকে, সাইবার গবেষণা প্রতিষ্ঠান ফায়ারআই জানায়, তারা চীনা সরকার-সমর্থিত বেশ কয়েকটি বহুমুখী গ্রুপ শনাক্ত করেছে, যারা সার্ভারের ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে।
সেরা টিভি/আকিব