স্টাফ রিপোর্টার:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠান রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় প্যারেড স্কয়ারে শুরু হয়েছে। বুধবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ এবং তার স্ত্রী ফাজনা আহমেদ উপস্থিত আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে জাতির এ মাহেন্দ্রক্ষণে সাদরে গ্রহণ করেন।
জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের শুরুতে শিশুশিল্পীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর দু’টি সঙ্গীতও পরিবেশন করে তারা। পরে অতিথিরা আসন গ্রহণ করেন
সেরা টিভি/আকিব