নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর চরভদ্রাসনের হরিরামপুর ইউনিয়নের এক মসজিদের ইমামের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে শুক্রবার দুপুর ১২টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ওই অভিযুক্ত ইমামের নাম শেখ আব্দুস সালাম (৩৫)। তিনি গাজীরটেক ইউনিয়নের বেপারী ডাঙ্গী গ্রামের শেখ নুরুদ্দীনের ছেলে। চরশালেপুর শশুর বাড়ির এলাকার মসজিদের ইমাম।
চরভদ্রাসন থানা পরিদর্শক মো. জাকারিয়া হোসেন জানান, কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে ওই ইমামকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে চরভদ্রাসন থানায় মামলা দায়ের করেন। তিনি আরও জানান, গত ১৭ মার্চ বুধবার সন্ধায় শেখ আব্দুস সালাম ওই কিশেরীকে ধর্ষণ করে এমন অভিযোগ রয়েছে। ওই কিশোরী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি রয়েছে।
সেরা টিভি/আকিব