অনলাইন ডেস্ক:
ভারতের পুলিশ বলেছে, তারা হায়দরাবাদের রাচাকোন্দায় এক অভিযানে দেহব্যবসা চক্রের আটজনকে গ্রেপ্তার করেছে। তাদের কবল থেকে উদ্ধার করেছে বাংলাদেশি চার যৌনকর্মীকে। এ খবর দিয়ে অনলাইন টাইমস অব ইন্ডিয়া বলছে, গোপনীয় সূত্রে খবর পেয়ে পুলিশ এলবি নগরে আরটিসি কলোনিতে সাই দুর্গা লজে অভিযান চালায়। সেখান থেকে ওই বাড়ির মালিক ডি ভেঙ্কটেশ্বর রাও (৫২), স্থানীয় পঞ্চায়েতের জুনিয়র সহকারি এম অবিনাশ, চারকামানের সাকিজান খাতুন (৩০), মীরপেতের জি সুজাতা (২৭)কে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে গ্রেপ্তার করেছে কাস্টমার সি মানিশ (২৫), কে পঞ্চরাম (৩৮), এ মাধু (৩০) এবং বিকাশ কুমার সাকেত (২২)কে। পুলিশের তথ্যমতে, অবিনাশ ও তার স্ত্রী সুজাতার সঙ্গে ভেঙ্কটেশ্বর রাও মিলে ওই দেহব্যবসা পরিচালনা করছিল। এর মধ্যে সাকিজান খাতুন এবং পলাতক রবি যৌনকর্মী সরবরাহ দিতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে খদ্দেরদের কাছে যৌনকর্মীদের ছবি পৌঁছে দিত এই ব্যবসার আয়োজকরা।
প্রতিজন খদ্দেরের কাছ থেকে তারা হাতিয়ে নিতো এক হাজার থেকে দুই হাজার রুপি। এর সামান্য অংশই তারা দিতো যৌনকর্মীদের।
সেরা টিভি/আকিব