স্টাফ রিপোর্টার:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ হতে পেরে সম্মানিত বোধ করছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। শুক্রবার (১৯ মার্চ) ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নামার পর এক টুইটে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা ও গার্ড অব অনার পেয়েছি। অভ্যর্থনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি। আগামী দুইদিন উৎসব ও আলোচনায় ব্যস্ত থাকব।
এর আগে কলম্বো ছাড়ার আগে এক টুইট বার্তায় রাজাপাকসে বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে যাচ্ছি। উভয় দেশের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের সঙ্গে কাজ করতে চাই। শুক্রবার সকাল ১০টায় রাজাপাকসেকে বহনকারী শ্রীলঙ্কান এয়ার লাইন্সের বিমান হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের ঢাকা সফরে আসলেন শ্রীলঙ্কার সরকারপ্রধান। মাহিন্দা রাজা পাকসের সঙ্গে এসেছেন দেশটির শিক্ষামন্ত্রী, আঞ্চলিক সহযোগিতা প্রতিমন্ত্রী, তাঁত ও বস্ত্র প্রতিমন্ত্রী, গ্রামীণ গৃহায়ণ ও গৃহনির্মাণ সামগ্রী শিল্প প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ ২৮ সদস্যের প্রতিনিধিদল।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে বিমানবন্দরে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে রাজাপাকসেকে ২১টি গান স্যালুটসহ আনুষ্ঠানিক গার্ড অব অনার সম্মাননা জানায় সামরিক বাহিনীর একটি চৌকস দল। এখান থেকে তিনি যান সাভারের জাতীয় স্মৃতিসৌধে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজাপাকসে।
সেরা টিভি/আকিব