অনলাইন ডেস্ক:
এবার এক কেজি ইয়েলো টি বিক্রি হলো ১২ হাজার ২০০ টাকায়। বাজারে চাহিদা থাকায় সর্বোচ্চ দামে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্রে (টিপিটিএবি) বছরের শেষ নিলামে ওঠে। গতকাল সকালে ২০তম নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে নিলামে উঠলে পপুলার টি হাউজ ক্রয় করে। এর আগে চট্টগ্রাম নিলামে এই চায়ের দাম উঠেছিল ৮,৩০০ টাকায়। এ তথ্য নিশ্চিত করেছেন টি প্ল্যান্টার অ্যান্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিপিটিএবি) এর পরিচালক হেলাল আহমদ। তিনি বলেন, প্রথমবারের মতো ‘ইয়েলো টি’ শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে নিলাম প্রস্তাব করা হয়েছে। নিলাম প্রস্তাবটি করে শ্রীমঙ্গল ব্রোকারস লিমিটেড।
নিলামে এক কেজি চা পাতা ১২,২০০ টাকায় বিক্রি হয়েছে। পপুলার টি হাউজ-এর শহীদ আহমদ বলেন, বাজারে অনেক চাহিদা থাকায় এই চা ক্রয় করলাম। আশা করি লাভে বিক্রি করতে পারবো। দেশে এই প্রথম ইয়োলো টি উৎপাদন করা হচ্ছে বলে দাবি করেন বৃন্দাবন চা-বাগানের ব্যবস্থাপক নাসির উদ্দীন খান। তিনি জানান, প্রথমে ইউটিউব দেখে হোয়াইট টি উৎপাদন করেছিলাম। প্রথমদিকে পরীক্ষামূলকভাবে উৎপাদন করলেও এখন বাণিজ্যিকভাবে উৎপাদন করা সম্ভব হবে।
সেরা টিভি/আকিব