অনলাইন ডেস্ক:
নির্বাচনী প্রচারের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা ও পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সোহম চক্রবর্তী। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন তিনি। অভিনেতার পরিবার জানিয়েছে, শুক্রবার রাতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপতালে ভর্তি করা হয়েছে তাকে।
জানা গেছে, প্রচন্ড গরমের দাবদাহ উপেক্ষা করে জোরকদমে নির্বাচনী প্রচার চালিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূলের প্রার্থী সোহম। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল হলেও চিকিৎসকদের পরামর্শে কয়েকটা দিন তাকে হাসপাতালেই থাকতে হবে।
২০১৪ সালে তৃণমূলে যোগ দেন সোহম। ২০১৬ সালে প্রথম পা রাখেন ভোটের ময়দানে। সে বছর বড়জোড়া থেকে তাকে প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু জিততে পারেননি। তবে ‘দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ’- এই মন্ত্রকে মেনে একই উদ্যমে কাজ করে চলেছেন তিনি।
আগামী ১ এপ্রিল সোহমের কেন্দ্র চণ্ডীপুরে ভোট। তার আগে অসুস্থ হয়ে পড়ায় অভিনেতার প্রচারে থাকা সংশয় দেখা দিয়েছে তৃণমূল শিবিরে। শুধু তাই নয়, সোহমের হঠাৎ অসুস্থতার কারণে কিছুটা চাপেও পড়ে গেছে ঘাসফুল শিবির।.
সেরা টিভি/আকিব