বরিশালে ভোটের আগেই জয়ী ১৪ চেয়ারম্যান প্রার্থী - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
বরিশালে ভোটের আগেই জয়ী ১৪ চেয়ারম্যান প্রার্থী - Shera TV
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন

বরিশালে ভোটের আগেই জয়ী ১৪ চেয়ারম্যান প্রার্থী

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

বরিশাল ব্যুরো:

আসন্ন ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে বরিশালে ১৪ চেয়ারম‌্যান প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হ‌য়ে‌ছেন। বুধবার রা‌তে বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূ‌ত্রে এই তথ‌্য নি‌শ্চিত হওয়া গে‌ছে।

জানা গে‌ছে, বরিশাল জেলার ৫০‌টি ইউনিয়‌নে ১১ এপ্রিল প্রথম দফায় নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে। এর ম‌ধ্যে ১৪ ইউনিয়‌নের চেয়ারম‌্যান প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ ক‌রে‌ছেন। তারা সবাই আওয়ামী লীগ লী‌গের প্রার্থী।

বিনাপ্রতিদ্বন্দীতায় জয়ী প্রার্থীরা হ‌লেন- উজিরপুর উপ‌জেলার শোলক ইউনিয়ন নির্বাচ‌নে আওয়ামী লীগ লী‌গের প্রার্থী আব্দুল হা‌লিম সরদার, মুলাদী উপ‌জেলার সদর ইউনিয়ন নির্বাচ‌নে আওয়ামী লীগ লী‌গের প্রার্থী কামরুল আহসান, গৌরনদী উপ‌জেলার নল‌চিড়া ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে আওয়ামী লীগ লী‌গের প্রার্থী গোলাম হা‌ফিজ মৃধা, মা‌হিলাড়া ইউনিয়‌নে সৈকত গুহ পিকলু, খাঞ্জাপুর ইউনিয়‌নে নূর আলম সের‌নিয়াবাত, বার্থী ইউনিয়‌নে আব্দুর রাজ্জাক, বাটা‌জোর ইউনিয়‌নে আব্দুর রব হাওলাদার, চাদশী ইউনিয়‌নে নজরুল ইসলাম, বানারীপাড়া উপ‌জেলায় বিশারকা‌ন্দি ইউনিয়নে আওয়ামী লীগ লী‌গের সাইফুল ইসলাম শান্ত, ইলুহার ইউনিয়‌নে আওয়ামী লীগ লী‌গের শ‌হিদুল ইসলাম, স‌লিয়াবাকপুর ইউনিয়‌নে মো. সি‌দ্দিকুর রহমান, সদর ইউনিয়‌নে আব্দুল জ‌লিল ঘরামী, উদয়কা‌ঠি ইউনিয়‌নে রাহাদ আহ‌ম্মেদ ননী ও বা‌কেরগঞ্জ উপ‌জেলার দুধল ইউনিয়‌নে আওয়ামী লীগ লী‌গের গোলাম মো‌র্শেদ।

বরিশাল বিভা‌গের ৬ জেলায় ৩৭৬‌টি ইউনিয়ন। এর ম‌ধ্যে প্রথম দফায় ভোট অনু‌ষ্ঠিত হ‌চ্ছে ১৭৩‌টি ইউনিয়‌নে। যার ম‌ধ্যে ২১‌টি ইউনিয়‌নে ইভিএম পদ্ধ‌তি‌তে ভোটগ্রহন অন‌ু‌ষ্ঠিত হ‌বে। এর ম‌ধ্যে বরিশাল জেলায় ৫০‌টি ইউনিয়‌নে ভোটগ্রহণ অন‌ু‌ষ্ঠিত হ‌বে।

চেয়ারম‌্যান প‌দে ১৯৯ জন ম‌নোনয়ন দা‌খিল ক‌রেন। যা‌তে বা‌কেরগ‌ঞ্জের দুধল, গৌরনদীর বাটাজোর, খাঞ্জাপুর, চাদশী, মা‌হিলারা ও নল‌চিড়ায় একজন ক‌রে ম‌নোনয়নপত্র দা‌খিল ক‌রেন। যার‌া সবাই আওয়ামী লীগ লী‌গের প্রার্থী। বুধবার আরও আট ইউনিয়‌নে প্রতিদ্বন্দী প্রার্থীরা ম‌নোনয়ন পত্র প্রত‌্যাহার ক‌রে নেওয়ায় আওয়ামী লীগ লী‌গের চেয়ারম‌্যান প্রার্থীরা এককভা‌বে জয় লাভ ক‌রেন।

এদি‌কে ৫০‌টি ইউনিয়‌নে সাধারণ ওয়া‌র্ডে ১ হাজার ৬২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কর‌বেন এবং বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৪ জন সদস‌্য প্রার্থী বিজয়ী হ‌য়ে‌ছেন। একইসঙ্গে সংর‌ক্ষিত ওয়া‌র্ডে ৫১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কর‌বেন নির্বাচ‌নে। এর ম‌ধ্যে দুইজন প্রার্থী জয়ী হ‌য়ে‌ছেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায়।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360