তারাবি হবে ১০ রাকাত, স্পর্শ করা যাবে না কাবা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
তারাবি হবে ১০ রাকাত, স্পর্শ করা যাবে না কাবা - Shera TV
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন

তারাবি হবে ১০ রাকাত, স্পর্শ করা যাবে না কাবা

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আসন্ন পবিত্র রমজানে হারামাইন শরীফাইনের জন্য পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।
রাজকাহন

রবিবার (২৮ মার্চ) সৌদি আরবের পবিত্র দুই মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এ বছরের রমজানের পরিকল্পনা ঘোষণা করেন। মক্কা ও মদিনা পবিত্র মসজিদ বিষয়ক কমিটির প্রেসিডেন্ট শেখ আব্দুর রহমান আল সুদাইস প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব পরিকল্পনা প্রকাশ করেন।

করোনা মহামারি বিবেচনায় এই পরিকল্পনাগুলো হলো:

১. হারামাইন শরিফাইনে তারাবি নামাজ ১০ রাকাত পড়ানো হবে। পাশাপাশি তাহাজ্জুদ হবে তিন রাকাত।

২. ইবাদতকারীদের মক্কা মসজিদুল হারামে আবদুল্লাহ সম্প্রসারণ এলাকার, প্রথম তলা, ছাদ এবং উঠোনে ইবাদতের অনুমতি দেয়া হবে।

৩. এ সকল ইবাদতকারীদের জন্য মাতাফ বন্ধ থাকবে।

৪. ওমরাহ পালনকারীরা কাবা স্পর্শ করতে পারবে না।

৫. ইফতার বাইরে থেকে সরবরাহ স্থগিত থাকবে, এর পরিবর্তে পৃথক ইফতার বিতরণ করা হবে।

৬. শেষ দশদিন এতেক্বাফ বন্ধ থাকবে।

৭. বোতলে জমজমের পানি সরবরাহ করা হবে।

৮. গ্র্যান্ড মসজিদে প্রবেশের অনুমতি কেবলমাত্র ইটমারনা অ্যাপের মাধ্যমে ইস্যু করা বৈধ পারমিটের সাথে অনুমোদিত হবে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360