ইন্টারন্যাশনাল ডেস্ক:
মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী আন্দোলন দমাতে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। শুক্রবার (২রা এপ্রিল) থেকে দেশটিতে ব্রডব্যান্ড সেবা বন্ধ করার আদেশ দিয়েছে দেশটির সেনা সরকার।
সংবাদ সম্প্রসারণ তবে দমন পীড়ন উপেক্ষা করে শুক্রবারও দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। মান্দালয় শহরে একটি সমাবেশে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে চারজন গুলিবিদ্ধ হন। ইয়াঙ্গুনসহ বিভিন্ন এলাকায় নিহতদের স্মরণে ফুল নিয়ে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার অং সান সু চির বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের নতুন অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার তার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা অস্ট্রেলীয় নাগরিক সন টার্নেলকে দ্রুত ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া।
এদিকে, মিয়ানমারের সেনা সরকার বেসামরিক নাগরিকদের হত্যা, অপহরণ, গুম করছে বলে অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। শুক্রবার এক প্রতিবেদনে এই দাবি করেছে সংস্থাটি।
সেরা টিভি/আকিব