ঈদের আগেই যেন ঈদের শেষ মুহুর্তের কেনাকাটা চলছে বরিশাল নগরীর মার্কেটগুলোতে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ঘুরছে মানুষ করছেন কেনাকাটা। বরিশাল নগরীরের চকবাজারের বিপনী বিতানগুলোতে চৈত্র মাসে বিশেষ অফার দিয়ে থাকে। সেই অফার লুফে নিতেই হাজার হাজার নারী পুরুষ ভিড় করেছে দোকানগুলোতে। দোকানদারদের হাকডাকে জমছে ভিড় ফলে কোনোভাবেই নিশ্চিত করা যাচ্ছে না স্বাস্থ্যবিধি। এদিকে করোনা সংক্রমণ বাড়ায় আগামীকাল সোমবার থেকে ১ সপ্তাহের জন্য লকডাউন ঘোষনা করেছে সরকার। তার আগেরদিন সাধারনের এমন অবাধ চলাফেরা করোনা সংক্রমনের হার কতটা বাড়িয়ে দেবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।