অনলাইন ডেস্ক:
করোনা সংক্রমণ প্রতিদিন বেড়ে চলায় আজ সোমবার থেকে দেশব্যাপী লকডাউন চলছে। প্রথম দিনটি ছিল একেবারেই ঢিলেঢালা। রাস্তায় শুধু বাসের দেখা ছিল না। এছাড়া ব্যক্তিগত গাড়ি, সিএনজি অটোরিক্সা সবই চলেছে। মানুষ যেন কিছুই হয়নি- এমন ভাব নিয়ে রাস্তায় নেমেছে। আবার অনেকে নেমেছে প্রয়োজনে। চট্টগ্রামে তেমনি দুই যাত্রী পুলিশের নজরে পড়েন।
চট্টগ্রাম পুলিশের রাঙ্গুনিয়া সার্কেলের ফেসবুক পেজ থেকে জানা যায় সিএনজিতে হাসিমুখে গল্প করতে করতে যাচ্ছিলেন তারা দুইজন। মাস্ক নেই একজনের মুখেও। থামার সংকেত দিতেই নারী যাত্রী তার মুখের নিচে নামানো নিকাব দ্রুত উপরে উঠিয়ে মুখমণ্ডল ঢেকে ফেলেন।’ কিন্তু পুরুষটি নিজেকে বাঁচাতে হাতের কাছে কোন কিছু খুঁজে না পেয়ে নারী সহযাত্রীর বোরকার স্কার্ফ দিয়েই মুখ ঢাকেন। তবে পুলিশ তাদের জরিমানা করেছে কিনা ঐ পোস্ট থেকে তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
সেরা টিভি/আকিব