অনলাইন ডেস্ক:
করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় আসন্ন রমজানে মসজিদে সেহরি ও ইফতারের আয়োজন না করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। একইসঙ্গে মসজিদে জায়নামাজ সঙ্গে নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলাসহ মসজিদ কর্তৃপক্ষকে মন্ত্রিপরিষদ বিভাগের ১০টি নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। নির্দেশনা না মানলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
সেরা টিভি/আকিব