স্টাফ রিপোর্টার: হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক ও ধর্মীও সংগঠন। কাউকে ক্ষমতা থেকে নামানো বা ক্ষমতায় বসানো হেফাজতের কাজ নয় বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করেছেন হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী। সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী সাক্ষরিত ওই বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদীসহ ১৭ জন নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান জুনায়েদ বাবুনগরী।
ওই বিবৃতিতে তিনি আরো দাবি করেন, হেফাজতে ইসলাম শান্তিপ্রিয় ও সহিংসতার বিরুদ্ধে। কিন্তু, মামলা হামলা ও দমন পীড়ন করে সহিংসতা রোধ করা সম্ভব নয়। হেফাজত নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে জুনায়েদ বাবুনগরী বলেন, ‘এভাবে মামলা দিয়ে জনগণের কাছে আরো ঘৃনিত ও নিন্দিত হবে সরকার।’
সেরা টিভি/আকিব