স্টাফ রিপোর্টার:
আগামী ১৪ তারিখ থেকে দেশে পুনরায় লকডাউনের সিদ্ধান্ত আসার শুরুতেই শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে দ্বিগুণ। রোববার সকালে মাওয়ার শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গগামী ২১টি জেলার ঘরমুখো মানুষের চাপ লক্ষ্য করা গেলেও দুপুর গড়াতে তা কয়েকগুণ বেড়ে যায়।
গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তির শিকার হয় যাত্রী সাধারণ। এরপরও থেকে থাকেনি ঘরমুখো মানুষের ঢল। লঞ্চ, সি-বোট ও ট্রলার বন্ধ থাকলেও ফেরিতেই ঘরমুখো যাত্রীদের পারাপার ছিল সারাদিন।
এর মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার জন্য দুপুর থেকেই শিমুলিয়া ঘাটে যাত্রীদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। গণপরিবহন বন্ধ থাকায় ঘরমুখী যাত্রীরা মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও পিকআপভ্যানে করে শিমুলিয়া ঘাটে আসতে দেখা যায়।
সেরা টিভি/আকিব