অনলাইন ডেস্ক:
জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের রেশ না কাটতেই যুক্তরাষ্ট্রে আরেক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ। মিনিয়াপোলিস শহরের উত্তরে ব্রুকলিন সেন্টারের ট্র্যাফিক সিগন্যালে রোববার (১১ এপ্রিল) রাতে ২০ বছর বয়সী যুবক ডান্ট রাইটকে গুলি করে হত্যা করে পুলিশ বলে খবর প্রকাশ করেছে বিবিসি।এ ঘটনার প্রতিবাদে হাজার হাজার মানুষ ব্রুকলিন সেন্টারের থানার সামনেরোববার রাত থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
ডান্টের মা কেটি রাইট জানিয়েছেন, রোববার সন্ধ্যার দিকে তার ছেলে ফোন করে বলে, তাকে পুলিশ আটক করছে। পাশ থেকে শোনা যাচ্ছিল এক পুলিশ অফিসার তাকে বার বার ফোনটা রাখতে বলছিলেন। শেষে কেউ একজন ফোনটা কেটে দেন। একটু পরে ডান্টের বান্ধবী কেটিকে ফোন করে জানান, পুলিশ ডান্টেকে গুলি করেছে। ওই বান্ধবীও কিছুটা আহত হয়েছেন।
সেরা টিভি/আকিব