ইন্টারন্যাশনাল ডেস্ক:
স্বাস্থ্যবিধি মেনে মসজিদে তারাবি নামাজ আদায়ের অনুমোদন দিয়েছে ফিলিস্তিন সরকার। তবে করোনা সংক্রমণরোধে ইফতারের আয়োজন করে জমায়েত করা যাবে না। শনিবার এ কথা জানিয়েছেন ফিলিস্তিন সরকারের মুখপাত্র ইবরাহিম মুলহিম। এক বিবৃতিতে ইবরাহিম মুলহিম বলেন, স্বাস্থ্যবিধি মেনে রমজানে মসজিদের মধ্যে তারাবি ও জুমার নামাজ আদায় করা যাবে। এ ছাড়া ইহুদি ও খ্রিস্টানরাও স্বাস্থ্যবিধি মেনে নিজেদের উপসনাস্থলে ধর্ম পালন করতে পারবে।
মুলহিম আরো জানান, তবে করোনা সংক্রমণরোধে জন্ম, বিয়ে, মৃত্যু, ইফতার ও সাহরিসহ কোনো ধরনের আনুষ্ঠান করা যাবে না। ফিলিস্তিনের এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৬৫ হাজার ৮৯৭ জন এবং সুস্থ হয়েছেন দুই লাখ ৩১ হাজার ২৮৮জন। আর মারা গিয়েছেন দুই হাজার ৮৩৮ জন।
সেরা টিভি/আকিব