পুলিশ ও স্থানীয়রা জানায়, রাসেল মৃধা নেত্রকোণা সড়ক ও জনপথ বিভাগে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে নেত্রকোণা থেকে মোটরসাইকেল চালিয়ে ময়মনসিংহে আসার পথে শহরতলীর শম্ভুগঞ্জ মোড়ের কাছাকাছি আসলে একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানায় বলে পুলিশ নিশ্চিত করেছে। তিনি পরিবার নিয়ে নেত্রকোণা সড়ক ও জনপথ বিভাগের কোয়ার্টারে বসবাস করতেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ট্রাকের নিচে পিষ্ট হয়ে রাসেল মৃধা ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছে। তবে, পুলিশ ট্রাকটি আটক করেছে।
সেরা টিভি/আকিব