স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকসহ আরও ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হেফাজতের কর্মী-সমর্থক বলে জানায় পুলিশ। সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় হওয়া মামলায় এখন পর্যন্ত ২৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হেফাজতের ১৯৭ জন, বিএনপির ৩৭ জন ও জামায়াত-শিবিরের ৩ জন আছেন।
গত ২৬ থেকে ২৮শে মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জুড়ে হেফাজতের কর্মী-সমর্থকরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় নতুন আরো চারটিসহ এ পর্যন্ত ৫৫টি মামলা হয়েছে। ৪১৪ জনের নাম উল্লেখসহ আসামি ৩৫ হাজারের বেশি।
সহিংসতার ঘটনায় স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সেরা টিভি/আকিব