অনলাইন ডেস্ক:
বিশ্বের সব মুসলিম জনগোষ্ঠীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক মিনিট ২৬ সেকেন্ডের এক ভিডিওবার্তায় ট্রুডো সবাইকে রমজানের শুভেচ্ছা জানান। কানাডায় মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে শুরু হয়েছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান।
ভিডিওবার্তায় শুভেচ্ছার শুরুতেই ‘আসসালামু ওয়ালাইকুম’ দিয়ে শুরু করেন এবং তা শেষ করেন ‘রমজান মুবারক’ বলে। শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, করোনা মহামারিতে আমাদের দেশে মুসলিম সম্প্রদায়ের যে অবদান রয়েছে, তা অবশ্যই অনস্বীকার্য।
এসময় তিনি জনস্বাস্থ্যের নির্দেশিকা অনুসরণ করে সেহেরি-ইফতার করার আহ্বান জানান এবং এই আনন্দ উপভোগ করার ভার্চ্যুয়াল পদ্ধতির কথা স্মরণ করিয়ে দেন। যাতে সবার জন্য নিরাপদ, স্বাস্থ্যরক্ষা ও সুস্থতা বজায় থাকে।
সেরা টিভি/আকিব