আগামীকাল থেকে চালু হচ্ছে সৌদিগামী ফ্লাইট - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
আগামীকাল থেকে চালু হচ্ছে সৌদিগামী ফ্লাইট - Shera TV
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

আগামীকাল থেকে চালু হচ্ছে সৌদিগামী ফ্লাইট

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
A picture taken on October 1, 2018 shows a Saudi Airlines passenger plane after landing in Arbil airport in northern Iraq, in the first direct flight from the Saudi coastal city of Jeddah to the capital of Iraq's Kurdish autonomous region. (Photo by Amer HILABI / AFP)

স্টাফ রিপোর্টার:
অবশেষে সৌদিগামী প্রবাসী শ্রমিকদের দাবির মুখে ফ্লাইট ও টিকিট প্রাপ্তির বিষয়ে সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে ঘোষণা এসেছে। আগামীকাল রোববার (১৮ এপ্রিল) সৌদি এয়ারলাইন্সের সিডিউল ফ্লাইট চলবে। শনিবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় জমায়েত সৌদি গমনেচ্ছুদের আশ্বস্ত করেছেন সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসের ব্যবস্থাপক (সেলস এ্যান্ড বুকিং) জাহিদুল ইসলাম। এদের মধ্যে ১৪ থেকে ২১ তারিখে যাদের টিকিট করা ছিল বা আছে, তাদের নতুন করে টিকিট রি-ইস্যু করা লাগবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

তারা জানান, সরাসরি কোভিড টেস্ট বা এয়ারপোর্ট না গিয়ে প্রথমে ১৪ থেকে ২১ তারিখের টিকেটগুলো রি-ইস্যু করা লাগবে। এরপর কোভিড টেস্ট করে গমন করতে হবে। এ বিষয়ে সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসের ব্যবস্থাপক (সেলস এ্যান্ড বুকিং) জাহিদুল ইসলাম বলেন, যারা টিকেট পাবেন না তাদের ডেকে এনে টাকা ফেরৎ দেওয়ার ব্যবস্থা করবো। এখন সবগুলো করা সম্ভব নয়। শুধু আগামীকালকের যে ফ্লাইটগুলো আছে, আমরা সেগুলো ফুলফিল করার চেষ্টা করছি। এক্ষেত্রে পর্যায়ক্রমে এপ্রিলের ১৪, ১৫, ১৬, ১৭ এবং ১৮ তারিখের যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়া আগামীকাল থেকে সিডিউল ফ্লাইট চলবে এবং ১৪ থেকে ২১ তারিখে যাদের টিকিট করা ছিল বা আছে, তাদের নতুন করে টিকিট রি-ইস্যু করতে হবে বলেও জানানো হয়।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360