আমি কোথাও যাবো না শুনছো প্রিয়?
কোথাও আমার যাওয়ার যায়গা নেই
বাতাসে শুধু স্মৃতিদের গন্ধ
আমি অভ্যস্ত হয়ে যাবো,
হয়ে গেছি কিন্তু কোথাও যাবো না,
কোথাও যাবো না।
এই শহর ,এই দেয়াল,এই বদ্ধ ঘর
এই দম বন্ধ হওয়া জীবন ছেড়ে
কোথাও যেতে পারবো না
তো আমি যাবো না ভাংছি-ভাংবো
চুর্ন বিচুর্ন হয়ে এক বিকট শব্দ হবে।
শব্দে তোমার ঘুম ভাংবে,
যেভাবে আমার নিদ্রাহীন যাপন হচ্ছে।
আবার একত্রিত হবো উঠে নড়েচরে।
যাবো না কোথাও যাবো না
ক্ষীন সোডিয়াম পড়বে চোখে
আগাতে গিয়ে আবার পড়ব পিছলে
কিন্তু যাচ্ছি না যাবো না
এই যে গভীরে একা বেচে থাকা
এই বেঁচে থাকা ছেড়ে
আমি যাচ্ছি না, যাবো না।
-নীল