বুধবার থেকে চালু হচ্ছে ঢাকা-চীন ফ্লাইট - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
বুধবার থেকে চালু হচ্ছে ঢাকা-চীন ফ্লাইট - Shera TV
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

বুধবার থেকে চালু হচ্ছে ঢাকা-চীন ফ্লাইট

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ চারটি এয়ারলাইন্সকে চীনে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে বাংলাদেশি যাত্রীদের জরুরি যাতায়াতের জন্য বিশেষ বিবেচনা ও শর্তে অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) থেকে এই ফ্লাইট চলবে। গত ১৬ এপ্রিল বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় সিদ্ধান্ত হয়, বড় ও ছোট উভয় এয়ারক্রাফটে (ইকোনমির সর্বশেষ সারি ও বিজনেস ক্লাসের কমপক্ষে একটি আসন) করোনা সন্দেহভাজন রোগীর জন্য সংরক্ষণ করতে হবে। ঢাকা থেকে যারা চীনে যাবেন কিংবা চীন থেকে ঢাকায় আসবেন তাদের যাত্রা শুরুর ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর ল্যাবরেটরিতে করা করোনা সনদ নিয়ে আসতে হবে। চীন থেকে যারা ফিরবেন তাদের বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারন্টাইনে থাকতে হবে। ঢাকায় যে সকল ফ্লাইট আসবে সেসব এয়ারক্রাফটে (ন্যারো বডি সিঙ্গেল ইসলে) সর্বোচ্চ ১০০জন এবং বড় এয়ারক্রাফটে (ওয়াইড বডি ডাবল ইসলে) ১৫০ জন যাত্রী পরিবহন করতে পারবে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360