অনলাইন ডেস্ক:
হয়তো মৃত্যুর অপেক্ষায়ই ছিলেন তিনি। মৃত্যু যন্ত্রণা বুঝতে পেরে সে কথাই লিখেছিলেন। ‘এটাই হয়তো শেষ সকাল’ জানিয়ে পোস্ট দেওয়ার পরদিনই মৃত্যু হয়েছে তার। ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালের চিকিৎসক মনীষা জাদবের মৃত্যু হয় সোমবার। করোনা আক্রান্ত এই নারী এর আগের দিন রোববার মৃত্যুর ইঙ্গিত দিয়ে একটি পোস্ট দেন ফেসবুকে।
মনীষা মুম্বাইয়ের সেওরির টিবি হাসপাতালের মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন। একাধারে চিকিৎসা এবং প্রশাসনিক দুটো বিষয়ই খুব ভালভাবে সামলানোর জন্য বেশ নামডাক ছিল তার।সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন মনীষা। চিকিৎসাও চলছিল তার। তবে তিনি বুঝতে পেরেছিলেন তার হাতে আর বেশি সময় নেই।
রোববার মনীষা ফেসবুকে লেখেন, ‘এটাই হয়ত শেষ সুপ্রভাত। আমাকে হয়ত এই প্ল্যাটফর্মে আর দেখতে পাবেন না। সকলে আপনারা ভাল থাকুন।’ তিনি লেখেন, ‘দেহের মৃত্যু হয়। আত্মার নয়। আত্মা অমর’। এরপরই সোমবার এই মেডিকেল অফিসারের মৃত্যু হয়। তার মৃত্যুতে স্বজন-বন্ধুবান্ধবের পাশাপাশি শোকের ছায়া নেমেছে ফেসবুকেও।
সেরা টিভি/আকিব