ইন্টারন্যাশনাল ডেস্ক:
ভারতে করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৪৬ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে তিনদিনেই দেশটিতে করোনা সংক্রমণ পৌঁছেছে ১০ লাখের (৯.৯৪ লাখ) কাছাকাছি।
আজ শনিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, এর আগের ২৪ ঘণ্টায় ভারতের করোনা সংক্রমণের কারণে প্রাণ হারিয়েছে ২,৬০০ জন। গত চার দিন ধরেই ভারতে করোনা সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা ২০০০ এর বেশি।
তবে এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে আসছে মে মাসে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের এক গবেষণা প্রতিবেদনে এমন ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়, মে মাসের মাঝামাঝি সময়ে ভারতে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবেন প্রায় পাঁচ হাজার মানুষ। মে থেকে আগস্ট মাস অর্থাৎ ৪ মাস সময়ের মধ্যে ভারতে তিন লক্ষ মানুষের মৃত্যু ঘটবে।
এই প্রতিবেদনের সঙ্গে অনেকটাই একমত ভারতের গবেষকরা। দেশটির কানপুরের আইআইটির গবেষকদের মতে, মে মাসের মাঝামাঝি ভারতে ভাইরাসটির সংক্রমণ তুঙ্গে পৌঁছাবে। কিন্তু দ্রুতগতিতে উঠে মে মাসের শেষের দিকে ঝপ করে নেমে যাবে সেই সংক্রমণের হার।
বিশিষ্ট চিকিৎসকরা ভাইরাসের এই ছড়িয়ে পড়া থামাতে অন্তত ১০ দিন কঠোর লকডাউনের পরামর্শ দিয়েছেন। বিশ্ববিখ্যাত মেডিক্যাল জার্নাল ল্যানসেট অবশ্য লকডাউনের বিপক্ষে। তারা জানাচ্ছে, মানুষ যত খোলা জায়গায়, বদ্ধ ঘরের বাইরে থাকবে ততো সংক্রমণ ছড়ানোর আশংকা কমবে।
সেরা টিভি/আকিব