স্টাফ রিপোর্টারঃ
সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিষয়ে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স (সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচক) ২০২১ সালে ১৮০টি দেশের মধ্যে পর্তুগাল ৯ম স্থানে রয়েছে। প্যারিস-ভিত্তিক প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রতি বছর এ রিপোর্ট প্রকাশ করে।
২০২০ সালে পর্তুগালের অবস্থান ছিল ১০। এ বছর পর্তুগাল এক ধাপ এগিয়েছে। ১৮০টি দেশের মধ্যে শীর্ষ ১০ এর মধ্যে থাকাটা পর্তুগালে সাংবাদিকদের স্বাধীনতার প্রশ্নে একটি মাইলফলক। স্পেনের অবস্থান ২৯। শীর্ষস্থানসহ শীর্ষ দশের মধ্যে ইউরোপের সাতটি দেশ রয়েছে।
বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমের বহুল ব্যবহার তাছাড়া রাজনৈতিক, অর্থনীতি, প্রযুক্তিগত্ ঐতিহ্যগত বিষয়গুলোও স্বচ্ছ ও স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। তবে ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার’ এর সেক্রেটারি বলেছেন, সাংবাদিকতা হচ্ছে ভুল তথ্য এবং গুজবের বিরুদ্ধে সর্বোত্তম ভ্যাকসিন স্বরূপ।
এদিকে ২০২১ সালে একধাপ নেমে বাংলাদেশ ১৫২ নম্বরে অবস্থান করছে। ইউরোপের দ্বার খ্যাত মুসলিম দেশ তুরস্কের অবস্থান ১৫৩তম।
সেরা টিভি/আকিব