স্পোর্টস ডেস্ক:
করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভারতে বিপর্যস্ত। প্রতিদিন সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। হাসপাতালে শয্যার সংকট, অক্সিজেন সংকটে পড়ে রাস্তাতেই দম ফেলে দিচ্ছেন করোনা রোগীরা। শ্মশানে দিন-রাত জ্বলছে চিতা। এর মধ্যেই ভারতে চলছে আইপিএল উৎসব। চার-ছক্কার হৈহুল্লোড়ে চাপা পড়ছে মৃতের শোকের আর্তনাদ।
বিশালাকারের এ টুর্নামেন্টের শতাধিক ক্রিকেটার ও স্টাফকে জৈব-সুরক্ষা বলয়ে রাখায় আইসোলেশন সংকটে পড়েছে ভারত। ক্রিকেটারদের জন্য বিভিন্ন হোটেল, স্টেডিয়ামজুড়ে জৈব-সুরক্ষা বলয়। তাতে নতুন কোনো আইসোলেশনও গড়া সম্ভব হচ্ছে না। হাসপাতালে বেড খালি না থাকায় রোগীদের ভর্তি করাতে পারছেন না স্বজনরা।
এমন করুণ পরিস্থিতিতে আইপিএলের খবর প্রচার না করার ঘোষণা দিয়েছে দেশটির অন্যতম শীর্ষ গণমাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। গত রোববার নিজেদের সম্পাদকীয় পাতায় আইপিএলের খবর প্রচার না করার কথা জানিয়েছে গণমাধ্যমটি।
সেরা টিভি/আকিব