স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগরীতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। অভিযুক্ত যুবক নিজেকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিয়ের ভুয়া হলফনামা তৈরি করে ছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ আনা হয়েছে।
শনিবার রাতে নগরীর ফিরিঙ্গিবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অভিজিৎ ঘোষ(২২) বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী এলাকার আশীষ কুমার ঘোষের ছেলে।
কোতোয়ালী থানায় করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে তুলে অভিজিৎ। নিজেকে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে অনার্স সম্পন্ন করা শিক্ষার্থী এবং বিসিএস-এ পুলিশ ক্যাডার পাওয়া কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। পরে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে ওই ছাত্রীকে।
সেরা টিভি/আকিব