ডেস্ক রিপোর্ট:
বাহরাইনগামী বাংলাদেশি যাত্রীদের জন্য দেশ থেকে ৪৮ ঘণ্টা আগে করা পিসিআর পরীক্ষার করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) থেকে এ নিয়ম কার্যকর হবে। সোমবার বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। নতুন এ নিয়ম বাংলাদেশিদের সঙ্গে ভারতীয় ও পাকিস্তানি প্রবাসীরাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। দূতাবাস জানিয়েছে, বাহরাইনে পৌঁছানোর পরই বিমানবন্দরে সব দেশের যাত্রীদের জন্য পিসিআর পরীক্ষা করার নিয়ম বহাল থাকলেও তিন দেশের জন্য বাড়তি এই নিয়ম যুক্ত করা হয়েছে।
সেরা টিভি/আকিব