লাইফস্টাইল ডেস্ক:
করোনার নতুন মিউট্যান্ট সকলের জীবনকে দুবির্ষহ করে তুলেছে। এই সময়ে আমরা নিজেকে ইতিবাচক এবং খুশি রাখার উপায় খুঁজছি। আর সেটি যদি বাড়ির কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে হয় তাহলে এর চেয়ে ভালো আর কী হতে পারে? একটি ভাল বাড়ি চিন্তা করলেই ফ্রেশ এয়ারের কথা মাথায় আসে। কেননা ভালো বাড়ি হতে হলে ফ্রেশ এয়ার অতন্ত্য গুরুত্বপূর্ণ।
টাটকা সুগন্ধযুক্ত ঘর কার না ভালো লাগে? কৃত্রিম সুগন্ধির পরিবর্তে বাড়িতে যদি প্রাকৃতিক সুগন্ধ যোগ করা সেটা আরো বেশি ভালো হয়। অবসর সময়ে নিজে থেকে কিছু তৈরি করতে চান? তবে পছন্দের সুগন্ধিই তৈরি করে নিন। আপনার বাড়ির জন্য নিজের পছন্দসই সুগন্ধি তৈরি করতে ড্রাই হ্যাকগুলো জেনে নিন।
লেবু ও কমলা খোসা
বাড়িতে তাজা এবং প্রাকৃতিক সুবাস চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। প্রাকৃতিক সুবাস তৈরি করতে যা করতে হবে তা হলো, লেবুর খোসা কমলার খোসা বা অন্যান্য কোনো পছন্দের সাইট্রাস ফলের খোসা ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিন। এবারে এতে এসেনসিয়াল অয়েল দিয়ে নামিয়ে নিন। এসেনসিয়াল অয়েল প্রাকৃতিক সুগন্ধি আনতে সহায়তা করে। এখন একটি স্প্রে বোতলে ঢেলে সারা বাড়িতে এটি ব্যবহার করতে পারেন।
বাড়িতে তাজা এবং প্রাকৃতিক সুবাস চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। ছবি: সংগৃহীত
লেবু ও রোজমেরি
লেবু ও রোজমেরির সুগন্ধি তৈরি করতে একটি পাত্রে কাটা লেবু, চার ডাল তাজা রোজমেরি এবং এক টেবিল চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট দিয়ে চুলায় রেখে কিছুক্ষণ গরম করতে হবে। তারপরে পাত্রটিতে কিছুটা পানি যোগ করুন এবং কম আঁচে গরম করতে দিন। কিছুক্ষণ পর নামিয়ে ঠান্ডা করে স্প্রে বোতলে ঢেলে নিন।
পটপৌরি
পটপোরির আলাদা একটা সুগন্ধ আছে। এর জন্য আপনি গাছ ও লাগাতে পারেন আবার পটপৌরির পাতা দিয়েও সুগন্ধি বানাতে পারেন। দীর্ঘস্থায়ী সুবাসের জন্য এসেনসিয়াল অয়েল ব্যাবহার করতে পারেন।
সেরা টিভি/আকিব